কমলগঞ্জ
প্রতিনিধিঃ আজ ১৪ অক্টোবর বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা
নির্বাহী কর্মকর্তা আশেকুল হক এর সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠিত সভায়
প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর
রহমান।
বিশেষ
অতিথির বক্তব্য রাখেন- কমলগঞ্জ থানার ওসি তদন্ত সুধীন চন্দ্র দাশ, কমলগঞ্জ
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলম ইকবাল মিলন, উপজেলা পরিষদ ভাইস
চেয়ারম্যান বিলকিস বেগম, রহিমপুর ইউনিয়নের চেয়ারম্যান ইফতেখার আহমদ বদরুল,
কমলগঞ্জ পৌরসভার মেযর মো: জুয়েল আহমদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি
শংকর লাল সাহা, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাশ প্রমুখ।
এ সময় বক্তব্য
রাখেন কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়, সাংবাদিক অঞ্জন প্রসাদ
রায়, অর্জুন নিধু সহ বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদকবৃন্দ।
সরকার এ বছর উপজেলার ১৩৯টি সার্বজনীন পূজা মন্ডপে ৫০০ কেজি করে চাল বরাদ্ধ দিয়েছে।
উপজেলার
নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১৫২টি মন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত
হচ্ছে। এরমধ্যে ১৩৯টি মন্ডপে সার্বজনীন ও ১৩টি মন্ডপে ব্যক্তিগত উদ্যোগে
দূর্গাপূজা অনুষ্ঠিত হবে।
আগামী ২২ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু
হবে দূর্গাপূজা আর ২৬ অক্টোবর প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে। এ বছর
দেবী দূর্গা আগমন হচ্ছে দোলায় ও গমণ করবেন গজে।