দেশে কোনো ঘটনা শুরু হলে তা সিরিয়ালি চলতেই থাকে

 

মোঃ আনিসুর রহমান চৌধুরী লিটুঃ যখন ছোট ছিলাম শুনতাম অমুক দল গেলে দেশ বেচে দেবে। আর সেই গুজব টাই মানুষ বিশ্বাস করেছিলো অনেক দিন। হত্যাকাণ্ডও এতো হতো না। খুকু-মনিরের একটা কাহিনি তখন হয়েছিলো এর পর-পর এই ধরনের "সিরিয়াল" কিছু ঘটনা ঘটেছিলো।

উঠতি বয়সী ছেলেরা "সিরিয়ালে" তখন হিরোইন সেবন করতো অনেক দিন। প্রেমে ছ্যাকা খেয়ে অথবা বিকৃত মন মানষিকতা নিয়ে এসিড নিক্ষেপ যেনো এক "সিরিয়াল" হয়ে গিয়েছিলো। এরপর বিভিন্ন নেশার "সিরিয়াল" আমরা দেখেছি কিন্তু ইয়াবা'র নেশার "সিরিয়াল" যেনো আর থামলোই না।

"সিরিয়াল" এলো কি যেনো একটা গেম খেলে মরে যেতো অনেকেই।
চলন্ত বাসে ধর্ষণ হলো এরপর এটারো "সিরিয়াল" শুরু হয়ে গেলো।আইনজীবীও মাফ পেলো না জানোয়ারদের হাত থেকে।
শিশু ধর্ষণ এর "সিরিয়াল"ও আমরা দেখেছি যা মানুষ কতোটুকু বিবেক ছাড়া হলে হতে পারে সেটার জলন্ত এক উদাহরণ।
ট্রেন দূর্ঘটনার "সিরিয়াল" যেনো মানুষের ভ্রমন কেই ভাগ্যের হাতে তুলে দিয়েছিলো।
বালিশ কেলেংকারী,পর্দা কেলেংকারিও "সিরিয়াল" চলে কিছু দিন।
ছেলে ধরা সন্দেহে গণপিটুনির "সিরিয়াল" এখনো সবার চোখে ভাসার কথা।
সারা দেশে "সিরিয়াল" বোমাতো আগেই দেখেছে অনেকেই।
কিন্তু এবার যে শুরু হয়েছে "সিরিয়াল" গন ধর্ষণ, করোনার চেয়েও বেশী দ্রুত ছড়াচ্ছে এই গনধর্ষন নামক ভাইরাসটির "সিরিয়াল"।
আজ ৩৬০ আউলিয়ার পুণ্যভূমি সিলেটের রাজধানী নামে পরিচিত কুলাউড়া'য়-ও এই ভাইরাস ধরা পড়লো।
তাই সময় নেই আর কারো হাতে।নারীর দোষে না পুরুষের দোষে,তা না খুঁজে বাস্তবতার নিরিখে দ্রুত ব্যবস্থা না নিলে লজ্জার আর কিছু বাকি থাকবে না।নারীদের চাকরি, ব্যবসা, চলা-ফেরায় নিরাপত্তা না থাকলে ডিজিটাল, এনালগে রুপান্তরিত হতে সময় লাগবে না।

🖊মোঃ আনিসুর রহমান চৌধুরী লিটু। পরিচালক- অনলাইন নিউজ পোর্টাল " ডেইলি বিডি মেইল"

Post a Comment

Previous Post Next Post