সরকারিভাবে করোনা পরীক্ষায় লাগবে খরচ


অনলাইন ডেস্কঃ সরকারিভাবে এতদিন করোনা পরীক্ষা বিনামূল্যে করা হলেও এখন থেকে ফি নির্ধারিত হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শনিবার গণমাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, করোনা পরীক্ষায় সরকারের অনেক খরচ হচ্ছে। এখন তো টেস্টের সংখ্যা ১৫ থেকে ২০ হাজারের কাছে চলে গিয়েছে, প্রতিদিন অনেক টাকা খরচ হয়। সেজন্য সামান্য ফি ধরার একটা চিন্তা হচ্ছে।

ফি কত হতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা খুবই অল্প ফিগার ধরা হবে, বেশি না। এ নিয়ে কাজ চলছে, সবকিছু মিলে গেলে আমরা নির্ধারণ করে দেবো।’

এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্র থেকৈ জানায়, বিষয়টি এখনও খসড়া পর্যায়ে পড়েছে, সবকিছু ফাইনাল হবার পর এটি চূড়ান্ত অনুমোদন পাবে। মন্ত্রণালয়ের ওই সূত্র জানায়, সরকারিভাবে ফি নির্ধারণের জন্য কথাবার্তা চলছে, কিছুটা এগিয়েও গেছে, এখনও ফাইনাল রেজাল্ট হয়নি।’

Post a Comment

Previous Post Next Post