বড়লেখায় স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে অর্থদণ্ড


বিশেষ প্রতিনিধিঃ বড়লেখায় স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত ২৬ জনকে অর্থদণ্ড দিয়েছে। ২৫ জুন বৃহস্পতিবার বিকেলে উপজেলার কাঠালতলী, দক্ষিণভাগসহ বিভিন্ন হাটবাজার এলাকায় অভিযান চালিয়ে মাস্ক ছাড়া ঘোরাফেরা, নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখা ও যানবাহনে অধিক যাত্রী পরিবহণের অপরাধে তাদেরকে ৩৪ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান। এসময় থানার অফিসার ইনচার্জ মো. ইয়াছিনুল হক উপস্থিত ছিলেন।
ইউএনও মো: শামীম আল ইমরান জানান, করোনাভাইরাস সংক্রমণ রোধে বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন হাটবাজার এলাকায় থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মাস্ক ছাড়া ঘোরাফেরা, নির্ধারিত সময়ের পরও দোকান খোলা রাখা ও গণপরিবহণে অধিক যাত্রী পরিবহণ করে স্বাস্থ্য বিধি লঙ্ঘন করায় ভ্রাম্যমাণ আদালতের ২৬টি মামলায় ৩৪ হাজার ১০০ টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করেছেন। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Post a Comment

Previous Post Next Post