সাংবাদিকদের পিপিই দিলেন কমলগঞ্জ পৌরমেয়র জুয়েল


কমলগঞ্জ প্রতিনিধিঃ করোনাভাইরাসের সংকটকালীন সময়ে মৌলভীবাজারের কমলগঞ্জের সাংবাদিকদেরকে ব্যক্তিগত ভাবে পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) দিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদ। পাশাপাশি কমলগঞ্জ পৌরসভার সকল কাউন্সিলর ও স্টাফদের মাঝে পিপিই তুলে দেন তিনি।

আজ (১৬ এপ্রিল) দুপুরে পৌরসভা কার্যালয়ে কমলগঞ্জ প্রেসক্লাব, সাংবাদিক সমিতি ও মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দের হাতে ২৫ টি পিপিই তুলে দেন।

পিপিইগুলো গ্রহণ করেন, কমলগঞ্জ প্রেসক্লাব সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, কমলগঞ্জ সাংবাদিক সমিতি সিনিয়র সদস্য মুজিবুর রহমান রঞ্জু ও মফস্বল সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা।

এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর আনোয়ার হোসেন, কাউন্সিলর গোলাম মুগ্নি মোহিত, রাসেল মতলিব তরফদার, কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম ওয়াহিদ রুলু, কমলকুড়িঁ পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, সাংবাদিক মোনায়েম খান প্রমুখ।

এসময় তিনি বলেন, বিশ্ব মহামারিতে ঝুঁকি নিয়ে করোনাভাইরাসের সংবাদ সংগ্রহ করছেন সংবাদকর্মীরা। তাই কমলগঞ্জের প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সংবাদকর্মীদের সুরক্ষায় জন্য পিপিই প্রদান করেছি। সাংবাদিকরা ঝুঁকিতে থাকলে সাধারণ মানুষকে সচেতন করা সম্ভব নয়।

Post a Comment

Previous Post Next Post