কুলাউড়ায় ছাত্রদলের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ


বিশেষ প্রতিনিধিঃ মহামারি করোনাভাইরাসের ভয়াল ছোবলে সারা বিশ্ব কার্যত লকডাউন। এ অবস্থায় বেকার হয়ে পড়েছে বাংলাদেশসহ সারা বিশ্বের কোটি কোটি মানুষ। করোনায় সবচেয়ে করুণ অবস্থা দিনমজুর ও দুস্থ মানুষের। একদিকে করোনার আতঙ্ক, অন্যদিকে কর্মহীন হয়ে পড়ে বর্তমানে তারা এক ভয়াবহ সময় পার করছে। এই দুর্যোগ ও বিভীষিকাময় পরিস্থিতিতেও বিশ্বব্যাপী সরকারের পাশাপাশি অনেক প্রতিষ্ঠান, রাজনৈতিক  সংগঠন ও ব্যক্তি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেও অনেক রাজনৈতিক সংগঠনের উদ্যোগে দুস্থ ব্যক্তিদের মধ্যে খাদ্য বিতরণ করা হচ্ছে।
মৌলভীবাজার জেলার কুলাউড়ায় ছাত্রদলের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ১৬ এপ্রিল বৃহস্পতিবার কুলাউড়া শহরের শতাধিক দুস্থ পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি  কুলাউড়া উপজেলা সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সহ সভাপতি শামিম আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, কোষাধ্যক্ষ আব্দুল মান্নান,  ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু, মৌলভীবাজার জেলা সেচ্চাসেবক দলের সহ সভাপতি পারভেজ রশিদ ভূইয়া, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক কাওছার আহমেদ বাপ্পু, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মুহিত, কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক সুলতান আহমদ টিপু, যুগ্ম আহবায়ক তানজিল খান, মৌসুম সরকার প্রমুখ
এছাড়া ও উপস্থিত ছিলেন উপজেলা, পৌর, কলেজ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

Post a Comment

Previous Post Next Post