বিশেষ প্রতিনিধিঃ বড়লেখায় ভ্রাম্যমান আদালত মদ্যপায়ী ৩ তরুণকে হাতে-নাতে আটক করে জনপ্রতি ১৫ হাজার টাকা করে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছে।
১৭ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলা সদরের ডাচবাংলা ব্যাংকের সামনের রাস্তায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. শামীম আল ইমরান। এসময় এসআই আবু সাইদসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, উপজেলার সুজানগর ইউনিয়নের কাতার প্রবাসী তরুণ জুবের আহমদ (২০), দক্ষিণ শাহবাজপুর ইউপির বিছরাবন্দের কামিল উদ্দিন (১৯) ও উত্তর শাহাবাজপুর ইউপির পুর্ব দৌলতপুরের নাইম আহমদ (২১) মঙ্গলবার বিকেলে পাল্লাথল চা বাগান থেকে বাংলা মদ পান করে অটোরিকশা যোগে ফিরছিল। পৌরশহরের ডাচবাংলা ব্যাংকের সামনের রাস্তায় পুলিশ তাদেরকে আটক করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. শামীম আল ইমরান জানান, মদপানের দায়ে ৩ তরুণের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫ হাজার টাকা জরিমানা আরোপের পর তা আদায় করেছেন।
