জুড়ী নদীতে পলো বাওয়া উৎসব অনুষ্ঠিত


জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে কন্টিনালা নদীতে ‘পলো বাওয়া’ নামে হেমন্তকালীন এই মাছ ধরার উৎসব অনুষ্ঠিত হয়ে গেল রবিবার। এতে শত শত পেশাদার ও শৌখিন মৎস্য শিকারিরা উৎসবমুখর পরিবেশে নদীতে পলো নিয়ে নেমে পড়েন।

বিজয় দিবসের ছুটির দিনে এই আয়োজনকে ঘিরে সবার মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা-উৎসব আমেজ পরিলক্ষিত হয়।

কন্টিনালা সেতু থেকে শুরু করে রাবারড্যাম পর্যন্ত দীর্ঘ ৫ কিলোমিটার এলাকা জুড়ে চলে পলো দিয়ে মাছ ধরা। মনোরম সে দৃশ্য উপভোগ করতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূরদূরান্তের হাজার হাজার নারী-পুরুষ ও শিশু-কিশোররা ভিড় জমান নদীর দুই পাড়ে।

উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ এম এ মৌঈদ ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বণিক, জায়ফরনগর ইউপি চেয়ারম্যান মাছুম রেজা শুরু থেকে শেষ পর্যন্ত পলো বাওয়া উৎসব পর্যবেক্ষণ করেন।

Post a Comment

Previous Post Next Post