কমিউনিটি নেতা আব্দুল মতলিবের মাতার ইন্তেকাল


নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের রাধানগর গ্রামের বাসিন্দা, ভাটেরিয়ান ওয়েলফেয়ার এসোসিয়েশন লন্ডনের সাবেক সাধারণ সম্পাদক শাহ আব্দুল মতলিবের মাতা ও এসোসিয়েশনের সংযুক্ত আরব আমিরাতের সভাপতি শাহ আব্দুল কাদিরের চাচী তেজাবুন নেছা ১৭ ডিসেম্বর বিকেল ৪টা ৪০ মিনিটে ইন্তেকাল করেছেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ৬ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় ভাটেরা শাহী ঈদগাহ মাঠে মরহুমার জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভাটেরিয়ান ওয়েলফেয়ার এসোসিয়েশন লন্ডন ও সংযুক্ত আরব আমিরাত শাখার সকল সদস্যবৃন্দ।

Post a Comment

Previous Post Next Post