রোহিঙ্গা ইস্যুতে হেগে আন্তর্জাতিক সভা ১৮ অক্টোবর


অনলাইন ডেস্কঃ ‘রোহিঙ্গাদের স্বার্থে সুবিচার ও জবাবদিহিতা’ শীর্ষক আন্তর্জাতিক বিশেষ সভার আয়োজন করা হয়েছে। নেদারল্যান্ডসের দ্য হেগে এ সভা হবে আগামী ১৮ অক্টোবর।

সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞ ও গবেষকরা, বিশ্বের খ্যাতনামা মানবাধিকার ব্যক্তিত্ব, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রতিনিধি, বিশিষ্ট আইনবিদরা এতে অংশ নেবেন।

রোববার ব্র্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিসের যোগাযোগ পরামর্শক একরাম হোসেন স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়েছে, সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস (সিপিজে), ব্র্যাক বিশ্ববিদ্যালয়, কলম্বোভিত্তিক এশিয়া জাস্টিস কোয়ালিশন এবং নেদারল্যান্ডসের ইরাসমুস বিশ্ববিদ্যালয় রোটারডামের অন্তর্ভুক্ত ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অব সোশ্যাল স্টাডিজ (আইএসএস) এ বিশেষ সভার আয়োজন করেছে।

সভায় বিশ্বব্যাপী সুবিচার এবং জবাবদিহিতার লক্ষ্যে গৃহীত বিভিন্ন উদ্যোগ, সেই সঙ্গে একটি টেকসই সমাধানের বহুমুখী উপায়ের ওপর আলোকপাত করা হবে। 

Post a Comment

Previous Post Next Post