প্রধানমন্ত্রী 'ভ্যাকসিন হিরো' পুরুষ্কার পাওয়ায় কুলাউড়ায় আনন্দ র‌্যালী


স্টাফ রিপোর্টারঃ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে গ্লোবাল এলায়েন্স ফর ভ্যাক্সিনেশন এন্ড ইমুনাইজেশন (জিএভিআই) কর্তৃক ভ্যাকসিন হিরো পুরস্কারে ভূষিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। আনন্দ র‌্যালী ৫ অক্টোবর (শনিবার) সকালে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর কর্মকর্তা-কর্মচারী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

র‌্যালী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নুরুল হক এর সভাপতিত্বে স্বাস্থ্য সহকারী মো. নাজমুল হক মুকুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী স্বাস্থ্য পরিদর্শক আব্দুল আহাদ, স্যানিটারী ইন্সপেক্টর জসিম উদ্দিন, আব্দুল আউয়াল ও মো. আফতাব উদ্দীন প্রমূখ।
সভায় বক্তরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাকসিন হিরো নামে আন্তর্জাতিক এ পুরুষ্কার পাওয়ায় সমগ্র জাতি আজ গর্বিত ও সম্মানিত। এসময় তারা স্বাস্থ্য সহকারীদেরকে টেকনিক্যাল পদমর্যাদাসহ উচ্চতর গ্রেডে পদায়নের জন্য প্রধানমন্ত্রীর কাছে বিনীত আহবান জানান।

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর বাংলাদেশে টিকাদান কর্মসূচিতে ব্যাপক সফলতার জন্য ‘ভ্যাকসিন হিরো’ পুরস্কার পান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে ‘ইমিউনাইজেশনের ক্ষেত্রে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের স্বীকৃতি’ শীর্ষক অনুষ্ঠানে শেখ হাসিনাকে এ পুরস্কার দেওয়া হয়।’

পুরস্কার গ্রহণ করে প্রধানমন্ত্রী সেটা দেশবাসীকে উৎসর্গ করেন। তিনি বলেন, ‘ভ্যাক্সিনেশনের জন্য বাংলাদেশের কঠোর পরিশ্রম আজ বিশ্বব্যাপী স্বীকৃত। আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা নিয়ে সার্বজনীন স্বাস্থ্য সেবা অধীনে ইমুনাইজেশনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’

Post a Comment

Previous Post Next Post