সৌদি থেকে দেশে ফিরেছেন আরও ১২০ জন


অনলাইন ডেস্কঃ সৌদি থেকে দেশে ফিরেছেন আরও ১২০ কর্মী। এর আগে বৃহস্পতিবার রাতে সৌদি থেকে দেশে ফিরেছেন ১৩০ কর্মী। এ নিয়ে গত দুই দিনে ২৫০ জন কর্মী দেশে ফেরত আসার ঘটনা ঘটলো।

শুক্রবার রাত ১১টা ২৫ মিনিটে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে দেশে ফেরেন তারা।

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের অভিবাসন প্রোগ্রামের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সৌদি থেকে দেশে ফেরা এই কর্মীদের খাবারসহ জরুরি সহায়তা দিয়েছে প্রবাসীকল্যাণ ডেস্কের সহযোগিতায় ব্র্যাকের অভিবাসন প্রোগ্রাম।

শুক্রবার রাতে সৌদিফেরত ঢাকার দোহার উপজেলার আনোয়ার হোসেন বলেন, সৌদিতে একটি দোকানে কাজ করছিলেন। আকামার মেয়াদ ১১ মাস বাকি ছিল। কিন্তু দোকান থেকে ধরে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে।

ফেরত আসা কর্মীদের অভিযোগ, সৌদি আরবে বেশ কিছুদিন ধরে ধরপাকড়ের শিকার হচ্ছেন বাংলাদেশি শ্রমিকেরা। অভিযানে বাদ যাচ্ছেন না বৈধ আকামা থাকা কর্মীরাও।

ফেরত অনেক কর্মীর অভিযোগ, তারা কর্মস্থল থেকে নিজ কক্ষে ফেরার পথে তাদের পুলিশ গ্রেপ্তার করে। এ সময় নিয়োগকর্তাকে ফোন করা হলেও তারা দায়িত্ব নিচ্ছেন না। আকামা থাকা সত্ত্বেও কর্মীদের ডিপোরটেশন ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে। আবার দীর্ঘদিন অবৈধভাবে থাকার কারণেও অনেককে আটক করে ফেরত পাঠানো হচ্ছে।

চলতি বছর সৌদি থেকে এভাবে অন্তত ১১ থেকে ১২ হাজার কর্মী দেশে ফিরেছেন।

Post a Comment

Previous Post Next Post