অনলাইন ডেস্কঃ একটা সময়ে সৌদি আরবে মুসলিম নারীদের মাঠে গিয়ে খেলা দেখায় নিষেধাজ্ঞা ছিল। মুসলিম অধ্যুষিত দেশটির বর্তমান যুবরাজ সালমান বিন আব্দুল আজিজ ধর্মীয় বিভিন্ন বিষয়ে সংস্কার এনেছেন। তার সরকার নারীদের গাড়ি চালানোসহ মাঠে গিয়ে খেলা দেখার অনুমতি দিয়েছে।
সৌদি আরবের মতোই ইরানের মুসলিম নারীরাও সেই সুযোগ পাচ্ছেন। ইরানের মুসলিম নারীদের মাঠে গিয়ে খেলা দেখার সুব্যবস্থায় বিশেষ পদক্ষেপ নিয়েছে ফিফা।
২০২২ সালে কাতারের দোহায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের ম্যাচগুলো নারী সমর্থকরা যাতে মাঠে বসে দেখতে পারেন সেজন্য ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে ফিফা।
ফিফার অফিসিয়াল টুইটারে জানানো হয়েছে, ইরানের নারীরা যাতে মাঠে গিয়ে ফুটবল খেলা উপভোগ করতে পারেন সেজন্য উদ্যোগ নিয়েছেন ফিফা সভাপতি গিয়ানি ইনফ্যানটিনো। তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকেই। এই সিদ্ধান্ত কার্যকর হলে দীর্ঘ ৪০ বছরের নিষেধাজ্ঞার বাধা পেরিয়ে স্টেডিয়ামে বসে খেলা দেখার সুযোগ পাবেন হাজার হাজার ইরানী নারী।
অক্টোবরে বিশ্বকাপ ফুটবলের কোয়ালিফায়ার ম্যাচে তেহরানে কম্বোডিয়ার মুখোমুখি হবে ইরান। সেই ম্যাচের আগেই ইরান ফিফাকে জানিয়ে দিল, সময়ের দাবি মেনে কম্বোডিয়ার বিরুদ্ধে কোয়ালিফায়ার ম্যাচে স্টেডিয়ামে নারীদের প্রবেশাধিকার দিচ্ছে ইরান সরকার। সূত্র: জি নিউজ