অনলাইন ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে গতকাল হামলার শিকার হওয়ার পরও আজ এসেছে ছাত্রদলের নেতারা। মঙ্গলবার সকাল ১০টার দিকে মধুর ক্যান্টিনে আসেন ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে নেতাকর্মীরা।
ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল সাংবাদিকদের সঙ্গে এসময় কথা বলেন। তিনি জানান, তারা সুষ্ঠু সহাবস্থানের রাজনীতিতে বিশ্বাস করেন বলেই হামলার পরও ক্যাম্পাসে এসেছেন। গতকালের হামলার বিষয়ে আজ প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেয়ার কথা জানান।
এছাড়া সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, আদালতের লিখিত আদেশ পেলে তারপর তারা আইনগত ব্যবস্থা নেবেন। আদেশের কপি হাতে না পাওয়ায় তাদের কার্যক্রম চালাচ্ছেন বলে জানান। গোয়েন্দা সংস্থার বিপুল সংখ্যক সদস্য ক্যাম্পাসে মোতায়েন রয়েছে।