স্টাফ রিপোর্টার:
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয় কর্তৃক
১৭ সেপ্টেম্বর মঙ্গলবার মৌলভীবাজার ৩ জনের লিখিত অভিযোগে সুজন হেয়ার
ড্রেসার, বাদশা ডিপাটমেন্টাল ষ্টোর ও প্রমি ষ্টোরকে যথাক্রমে ১ হাজার টাকা,
১ হাজার ২ শত টাকা ও ২ হাজার টাকাসহ মোট ৪ হাজার ২ শত টাকা জরিমানা আরোপ ও
তা আদায় করা হয়।
উক্ত
প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযোগ ছিল নির্ধারিত মূল্য থেকে অতিরিক্ত দাম
নেওয়া, মোড়কজাত পণ্যের মোড়কের গায়েঁর উৎপাদন তারিখের আগেই ক্রেতার কাছে
সরবরাহ করা ও ক্রেতাকে না জানিয়ে নিম্ন মানের পণ্য বিক্রয় করা।
সুজন
হেয়ার ড্রেসার এর বিরুদ্ধে অভিযোগকারী মো: আব্দুর নূরকে জরিমানা ১,০০০
টাকার ২৫%= ২৫০ টাকা, বাদশা ডিপার্টমেন্টাল ষ্টোরের বিরুদ্ধে অভিযোগকারী
মো: সালাউদ্দিনকে জরিমানার ১,২০০ টাকা ২৫%= ৩০০ টাকা ও প্রমি ষ্টোরের
বিরুদ্ধে অভিযোগকারী কামরান হাসান রিয়াদকে জরিমানার ২,০০০ টাকার ২৫%= ৫০০
টাকা প্রদান করা হয়।
এছাড়াও
মৌলভীবাজারের সদর উপজেলার শমসেরনগর রোড, সোয়াব মিয়া ম্যানশন ও তার আশে
পাশের এলাকার বিভিন্ন স্থানে সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে
অভিযানে মূল্য তালিকা না রাখা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করাসহ
বিভিন্ন অপরাধে ২ টি প্রতিষ্ঠানকে ১ হাজার ৫ শত টাকা জরিমানা ও আদায় করা
হয়েছে।