বাংলাদেশ ২০৫ রানে অলআউট, ১৩৭ রানের লিড আফগানিস্তানের


স্পোর্টস ডেস্কঃ চট্টগ্রামে একমাত্র টেস্টের তৃতীয় দিনে সফরকারী আফগানিস্তানের বিপক্ষে ১ম ইনিংসে ২০৫ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।

নাঈম হাসানের বিদায়ে শেষ হয় বাংলাদেশের ইনিংস। তাকে এলবিডব্লিউ করে ইনিংসে পাঁচ উইকেট পূর্ণ করেছেন রশিদ খান।

তৃতীয় দিনে বাংলাদেশ টিকেছে মাত্র ১৩ মিনিট। স্কোরবোর্ডে যোগ করতে পেরেছে মাত্র ১১ রান। মোসাদ্দেক হোসেন ৮২ বলে একটি চার ও দুটি ছক্কায় ৪৮ রানে অপরাজিত ছিলেন।
প্রথম ইনিংসে আফগানিস্তানের ৩৪২ রানের জবাবে বাংলাদেশ শেষ পর্যন্ত ২০৫ তুলতে সক্ষময় হয়। ফলে আফগানিস্তান পেয়েছে ১৩৭ রানের লিড।

আফগান লেগ স্পিনার রশিদ খান ৫৫ রানে নিয়েছেন ৫ উইকেট। ৫৬ রানে ৩ উইকেট নিয়েছেন অফ স্পিনার মোহাম্মদ নবী। 

Post a Comment

Previous Post Next Post