চিরনিদ্রায় শায়িত আ ন ম শফিকুল হক


অনলাইন ডেস্ক: সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আ ন ম শফিকুল হক দরগাহে শাহজালাল (রহ.) মাজারের কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন।

এর আগে বৃহস্পতিবার (১৫ আগস্ট) বাদ জোহর বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের মৌলভীরগাঁওয়ে প্রথম ও বাদ আসর শাহজালাল (রহ.)দরগাহ মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

পরে বর্ষীয়ান এ রাজনৈতিক ব্যক্তিত্বকে মাজারের গোরস্থানে তাঁকে দাফন করা হয়।

এর আগে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টা থেকে সোয়া ৪টা পর্যন্ত আ ন ম শফিকুল হকের মরদেহ রাখা হয় নগরীর চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। সেখানে আ ন ম শফিককে শেষ বিদায় জানান সিলেটের বিভিন্ন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনতা।

পরে সেখান থেকে কিছু সময়ের জন্য মরদেহ নেয়া হয় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে।

প্রসঙ্গত, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে আ ন ম শফিকুল হক নগরীর সোবহানীঘাটস্থ বেসরকারি হাসপাতাল আল হারামাইনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধি ক্যান্সার রোগে ভুগছিলেন। এছাড়াও তিনি ভারতে গিয়ে লিভার ও কিডনি ট্রান্সপ্ল্যান্ট করিয়েছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৪ বছর।

Post a Comment

Previous Post Next Post