সরকারি চালে মেম্বারের দূর্নীতি, ছবি তুলায় সাংবাদিককে হুমকি

স্টাফ রিপোটার: কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়ন পরিষদে অসহায় দরিদ্র মানুষের মধ্যে সরকারী চাল বিতরণে দূর্নীতির অভিযোগ পাওয়া গেছে, অসহায় মানুষের  মাঝে ১০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও ৩-৪  কেজি করে চাল দেওয়া হয়, আবার অনেককে খালি হাতে ফিরতে হয় বাড়িতে।

ভুক্তভোগী চামেলী বেগম,  আজিদ মিয়া, ওয়ারিছ মিয়া, ফুল মিয়া এর মাধ্যমে সেই অভিযোগের সত্যতা নিশ্চিত করতে সরজমিনে গিয়ে তা পরিদর্শন করেন এই সাংবাদিক । সেই মুহুর্তে  ৯ নং ওয়ার্ডের মনরাজ গ্রামের মেম্বার তিনি চালের বস্তা সরিয়ে নিয়ে যাওয়ার সময় ছবি তুলতে গেলে মৌমাছি কন্ঠের কুলাউড়া সংবাদদাতা আশরাফুল ইসলাম জুয়েলকে প্রাণ নাশের হুমকি দেন  ৯নং  ওয়ার্ডের মনরাজ গ্রামের মেম্বার ইসমাইল হোসেন।

সেই  ঘটনার বিষয় রাউৎগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল জামালকে অবহিত করলে তিনি সেই বিষয়টি এড়িয়ে চলেন।

এবিষয়ে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুুল লাইচের সাথে একাধিক বার যোগাযোগ করতে চাইলে উনার ফোনটি  বন্ধ পাওয়া যায়।

Post a Comment

Previous Post Next Post