ডেঙ্গু ও গুজব প্রতিরোধে জেলা পুলিশের গণসচেতনতা র‌্যালী


স্টাফ রিপোর্টার: ‘নিজ পরিবেশ পরিচ্ছন্ন করি, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ি’ এই স্লোগানে মৌলভীবাজারে ডেঙ্গু ও গুজব প্রতিরোধে জেলা পুলিশের উদ্যোগে গণসচেতনামুলক বিশেষ র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ৬ আগস্ট দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে র‌্যালী শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‌্যালীতে এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন, পুলিশ সুপার ফারুক আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আনোয়ারুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) সারোয়ার আলম, পৌর মেয়র মো. ফজলুর রহমান, বিআরটিএ সহকারি পরিচালক হাবিবুর রহমান, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আজমল হোসেন, কাউন্সিলর ফয়ছল আহমদ প্রমুখ।

র‌্যালীতে ডেঙ্গুতে জনগণ যাতে ভয় না পায় সে ব্যাপারে গণসচেতনতা ও গুজবে কান না দেওয়ার অনুরোধ জানানো হয়।

Post a Comment

Previous Post Next Post