বিনোদন ডেস্কঃ সায়রের অমতে মিথিলার সঙ্গে তার বিয়ে হয়। আর তাই বিয়ের রাতেই মিথিলাকে তিনি জানিয়ে দেন, তাকে স্ত্রীর মর্যাদা দিতে পারবেন না। তবে মিথিলা কাউকে কিছু বুঝতে না দিয়ে সংসারে অভিনয় করে যেতে থাকেন।
সায়র তার নিজের মতো করে থাকতে শুরু করেন। মিথিলা চুপচাপ সহ্য করে যেতে থাকেন, কাউকে কিছু বলতে পারে না। এরপর ঘটতে থাকে নানা নাটকীয় ঘটনা। এমনই গল্পে রিফাত আদনান পাপনের রচনায় নাজমুল রনি নির্মাণ করেছেন খণ্ড নাটক ‘অবশেষে’।
এতে জুটি বেঁধে অভিনয় করেছেন ছোটপর্দার পরিচিত দুই মুখ ইরফান সাজ্জাদ ও তানজিন তিশা। এছাড়াও নাটকটিতে দেখা যাবে কাজী উজ্জল, মম আলী সোহানী ইশরাত, পিয়াসাসহ কয়েকজনকে।
নাটকটি প্রসঙ্গে তানজিন তিশা বলেন, নাটকটির গল্প একেবারেই ভিন্নরকম। আমার বিশ্বাস গল্পের কারণেই এটি দর্শকের বেশি ভালো লাগবে।
শুক্রবার (৫ এপ্রিল) রাত ৯টায় এনটিভি’তে ‘অবশেষে’ প্রচার হবে।
সায়র তার নিজের মতো করে থাকতে শুরু করেন। মিথিলা চুপচাপ সহ্য করে যেতে থাকেন, কাউকে কিছু বলতে পারে না। এরপর ঘটতে থাকে নানা নাটকীয় ঘটনা। এমনই গল্পে রিফাত আদনান পাপনের রচনায় নাজমুল রনি নির্মাণ করেছেন খণ্ড নাটক ‘অবশেষে’।
এতে জুটি বেঁধে অভিনয় করেছেন ছোটপর্দার পরিচিত দুই মুখ ইরফান সাজ্জাদ ও তানজিন তিশা। এছাড়াও নাটকটিতে দেখা যাবে কাজী উজ্জল, মম আলী সোহানী ইশরাত, পিয়াসাসহ কয়েকজনকে।
নাটকটি প্রসঙ্গে তানজিন তিশা বলেন, নাটকটির গল্প একেবারেই ভিন্নরকম। আমার বিশ্বাস গল্পের কারণেই এটি দর্শকের বেশি ভালো লাগবে।
শুক্রবার (৫ এপ্রিল) রাত ৯টায় এনটিভি’তে ‘অবশেষে’ প্রচার হবে।
