তালেবান হামলায় আফগান নিরাপত্তা বাহিনীর ২০ সদস্য নিহত

অনলাইন ডেস্কঃ আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় বাদঘিস প্রদেশে তালেবান হামলায় নিরাপত্তা বাহিনীর ২০ সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে প্রদেশটির বালা শহরে স্থানীয় সরকারের সদর দপ্তরে এ হামলা চালানো হয়।

প্রদেশটির মন্ত্রিসভার সদস্য মোহাম্মাদ নাসির নাজারি বলেন, বালা শহরে স্থানীয় সরকারের সদর দপ্তরটি উদ্দেশ্য করেই তালেবানরা এ হামলা চালায়।

তিনি বলেন, তালেবানরা প্রথমে সেখানকার নিরাপত্তা ঘাঁটিগুলোতে হামলা চালায়। এতে ঝুঁকিতে পড়ে যায় নিরাপত্তা বাহিনীর অন্তত ৬০০ সদস্যের জীবন।

সর্বশেষ খবর অনুযায়ী, স্থানীয় সময় সকালে শুরু হওয়া এ সংঘর্ষ বিকেল পর্যন্ত চলমান থাকায় নিহত আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

এক বিবৃতির মাধ্যমে এ হামলার দায় স্বীকার করেছেন তালেবান মুখপাত্র কারি ইউসুফ আহমাদি।

অন্যদিকে বৃহস্পতিবারই দেশটির উত্তরাঞ্চলীয় বাঘলান প্রদেশের রাজধানী পুলি খুমরির একটি বেসরকারি চিকিৎসালয়ে বোমা হামলায় একজন চিকিৎসক নিহত এবং ১৮ জন বেসামরিক লোক আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রদেশটির পুলিশ প্রধানের মুখপাত্র জাভেদ বাশারাত। আহতদের মধ্যে দুই শিশু ও নারী রয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

পাশাপাশি পূর্বাঞ্চলীয় নাঙ্গারহার প্রদেশে একটি মিনি বাসে লাগানো বোমা বিস্ফোরণে পাঁচজন আহত হয়েছেন।

তবে বাঘলান ও নাঙ্গারহার প্রদেশের হামলা দু’টির দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।

আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তালেবানদের সঙ্গে মার্কিন দূতের আলোচনা চলছে। আলোচনা ইতিবাচকভাবেই এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছে দুই পক্ষই। তবুও এর মধ্যেই দেশটির বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে তালেবানরা।

Post a Comment

Previous Post Next Post