স্টাফ রিপোর্টারঃ
'ভোটার হব, ভোট দেব ' এই স্লোগানকে সামনে রেখে কুলাউড়া উপজেলা প্রশাসন এর
আয়োজনে কুলাউড়ায় জাতীয় ভোট দিবসকে ঘিরে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা
হয়।
সকাল
১০ টায় উপজেলা প্রাঙ্গন থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক পদক্ষীন
করে। র্যালিতে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল লাইছ, উপজেলা
স্কাউট কমিশনার মোঃ সুরুকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম সহ
স্কাউট, গার্ল-ইন স্কাউট, কুলাউড়া উপজেলা প্রসাশন এর সদস্যবৃন্দ সহ আরো
অনেকে। র্যালি শেষে বক্তারা জাতীয় ভোটার দিবস সম্পর্কে আলোচনা করেন।
