শুধুই ভালোবাসা দিয়ে ভালোবাসা পেতে চান সাংবাদিক শাব্বীর এলাহী


বিশেষ প্রতিনিধিঃ দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে কমলগঞ্জকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে চান সাংবাদিক শাব্বীর এলাহী । তিনি বলেন, আধিপত্য আর ক্ষমতার প্রভাব মুক্ত থেকে সুবিধা বঞ্চিত, পশ্চাৎপদ জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে মানুষের মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করতে সকলের সহযোগিতা চাই। দলাদলি, হিংসা বিদ্বেষ নয় শুধুই ভালোবাসা দিয়ে ভালোবাসা পেতে চাই।

তিনি একজন সৎ, নিষ্টাবান সমাজকর্মী, সাংবাদিক একজন সাদা মনের মানুষ।

ব্যক্তি আদর্শঃ
যিনি বাবার আদর্শ অনুকরণ করে মানুষের সুখ, দুঃখে পাশে থাকেন। খবর পেলেই সহযোগীতার হাত বাড়িয়ে থাকেন। এলাকায় একজন ভালো মানুষ হিসাবে পরিচিত। যিনি কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়ের উত্তরভাগ গ্রামের আদমপুর ইউনিয়নের দুইবাবের জনপ্রিয় ইউপি চেয়ারম্যান মরহুম এম এ সবুর এর তিন সন্তান। ২০০৯সালে অনুষ্টিত উপজেলা পরিষদ নির্বাচনে ভাই চেয়ারম্যান পদে দাড়িয়ে বাঘা প্রার্থীদের বিপরীতিতে অল্প ভোটে পরাজিত হন। প্রায় ১৮ হাজার ভোট পান। সেসময় তিনি সব ইউনিয়নে যেতে পারেননি। শুধুমাত্র আদমপুর, ইসলামপুর ও আলীনগরে প্রচারনা চালিয়ে ছিলেন। ফুটবল মার্কা নিয়ে অংশ গ্রহন করেন।

দক্ষিনাঞ্চলের একজন শিক্ষা দরদী, মানবতাসেবী হিসাবে নিজেকে গড়ে তুলেছেন। বাবাও ছিলেন একজন সৎ রাজনীতিবিদ ও চেয়ারম্যান। বাবার দেখোনো পথেই তিনি হাটছেন। নিলোভ, সদালাপী, সহজসরল খ্যাত শাব্বির এলাহী দীর্ঘ দিন ধরে সাংবাদিকতায় রয়েছেন। কমলগঞ্জের সকল মহলেই পরিচিত। আওয়ামীলীগ ঘরনার মানুষও তিনি। ছাত্রলীগ করেছেন। এখন সর্বত্র ছুটে বেড়ান। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাই চেয়ারম্যান পদে তাকে আবারও দেখতে চায় এলাকার মানুষজন। সবার প্রত্যাশা শাব্বির এলাহীই মতো নির্লোভ মানুষ ভাইস চেয়ারম্যান পদে আসলে সমাজ আরো এগিয়ে যাবে। তাই সবাই শাব্বির এলাহীকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায়। তাই তিনি সবার ভালোবাসা ও দোয়া নিয়ে ১৮ই মার্চ ২০১৯ (সোমবার)নির্বাচনে চশমা প্রতীক নিয়ে গরীব দুঃখি মানুষের কল্যানে জন্য পাশে থাকতে চান।

Post a Comment

Previous Post Next Post