আইপিএলে গতির ঝড় তোলা সেই পেসার এখন কৃষক


স্পোর্টস ডেস্কঃ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্জাইজিভিত্তিক লিগ আইপিএল। এতে খেলে অনেকে বনে গেছেন হিরো। আবার অনেকে হারিয়ে গেছেন স্মৃতির অতলগহ্বরে। পরেরটির উজ্জ্বল দৃষ্টান্ত কামরান খান।

২০০৯ সালে রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে খেলেন তিনি। প্রথম দর্শনেই সাড়া ফেলে দেন তিনি। নিয়মিত ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেগে বল ছুড়তে পারতেন। গতির ঝড় তুলেই নজরে এসেছিলেন বাঁহাতি পেসার। তাকে ভারতের ভবিষ্যত পেস তারকা বলে অ্যাখ্যায়িত করেছিলেন রাজস্থানের সাবেক অধিনায়ক শেন ওয়ার্ন।

সেই কামরান খান এখন কৃষক! হারিয়ে গেছেন ২২ গজ থেকে। তার মতো প্রতিভাবান ক্রিকেটার কৃষিকাজ করছেন, খেলছেন না-এটা হতাশাজনক বলে জানিয়েছেন ওয়ার্ন। কামরানের ছবি টুইটারে পোস্ট দুঃখ প্রকাশ করেন সাবেক অজি তারকা।

২০০৯ সালে স্কাউট ক্যাম্প থেকে কামরান খানকে আবিষ্কার করেন রাজস্থানের টিম ডিরেক্টর ড্যারেন বেরি। তিনি ছিলেন ভারতের উত্তর প্রদেশের ছেলে। দুই মৌসুম দলটির হয়ে খেলেন এ তরুণ পেসার।

২০১১ আসরে পুনে ওয়ারিয়র্সে যোগ দেন কামরান। দলটির হয়ে খেলার সময় বোলিং অ্যাকশন নিয়ে সমস্যায় পড়েন তিনি। চেন্নাই সুপার কিংসের বিপক্ষের ম্যাচে তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়ার রুডি কোয়েরৎজেন ও গ্যারি বাক্সটার।

পরে ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে আইপিএল টেকনিক্যাল কমিটি। এর গ্যাঁড়াকলে পড়ে দল থেকে বাদ পড়েন কামরান। কিছুদিন স্থানীয় ক্লাবের হয়ে খেলেন তিনি। শেষ পর্যন্ত ক্রিকেট ছেড়ে ২৮ বছরের গতিদানব বেছে নেন কৃষি পেশা। 

Post a Comment

Previous Post Next Post