ভারত-পাকিস্তানকে সংযত হওয়ার আহ্বান চীনের


অনলাইন ডেস্কঃ পুলওয়ামায় জঙ্গি হামলার জবাবে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তান নিয়ন্ত্রিত অংশে সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীদের ঘাঁটি লক্ষ্য করে বোমাবর্ষণ করেছে ভারতীয় বিমান বাহিনী। এতে উভয় দেশের জনগণের মাঝে 'যুদ্ধ' আতঙ্ক বিরাজ করছে। চলমান এই উত্তেজনা থেকে উভয় দেশকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে চীন। 

আজ মঙ্গলবার নয়াদিল্লি এবং ইসলামাবাদের প্রতি এই আহ্বান জানিয়ে একটি বিবৃতি দিয়েছে বেইজিং।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু কাং ওই বিবৃতিতে বলেন, ভারত ও পাকিস্তান উভয়ই সংযত হয়ে সমঝোতার চর্চা করবে; আমরা এটা আশা করি। এটা দেশ দুটির মধ্যে উত্তেজনা কমিয়ে স্থিতিশীল পরিবেশ তৈরিতে সহায়ক হবে।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় গত ১৪ ফেব্রুয়ারির জঙ্গি হামলায় ৪০ জনের বেশি জওয়ান নিহত হওয়ার পর প্রতিশোধ নিতে মঙ্গলবার ভোররাত সাড়ে ৩টার দিকে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) পেরিয়ে পাকিস্তানের বালাকোটে জইশ-ই-মোহাম্মদের একটি ক্যাম্পে বোমা হামলা চালায় ভারতীয় বিমানবাহিনী।

Post a Comment

Previous Post Next Post