ইসরায়েলি হামলায় প্রাণ গেল ২৪ ফিলিস্তিনির


অনলাইন ডেস্কঃ ইসরায়েলি বাহিনীর হামলায় ২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। গত নভেম্বরে তারা প্রাণ হারিয়েছে। নিহতদের মধ্যে তিনজন শিশুও রয়েছে। পিএলও'র এর এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

পিএলও বলছে, গত মাসে ইসরায়েলি বাহিনীর অভিযানে যারা নিহত হয়েছে তাদের মধ্যে ২১ জন গাজা উপত্যকার বাসিন্দা। প্রাণ হারানো বাকিরা পশ্চিমতীরের অধিবাসী।

পিএলও জানিয়েছে, গত নভেম্বরে ৪৫০ জন ফিলিস্তিনি গ্রেপ্তার হয়েছে। ইসরায়েলি বাহিনীর হামলায় আহত হয়েছে ৮৫০ জন।

সংস্থাটি জানায়, বেশ কয়েকজন সাংবাদিকও ইসরায়েলি বাহিনীর হামলার শিকার হয়েছে। সূত্র: মিডল ইস্ট মনিটর 

Post a Comment

Previous Post Next Post