জেএসসিতে পাসের হারে এগিয়ে বরিশাল, জিপিএ-৫ এ ঢাকা


অনলাইন ডেস্কঃ জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) আট বোর্ডের মধ্যে পাসের হার সবচেয়ে বেশি বরিশালে। আর সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা।

সোমবার (২৪ ডিসেম্বর) সচিবালয়ে সংবাদ সম্মেলন করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জেএসসি-জেডিসির ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন।

জেএসসি-জেডিসিতে এবার সম্মিলিতভাবে ৮৫ দশমিক ৮৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। আর জিপিএ-৫ পেয়েছে ৬৮ হাজার ৯৫ জন।

এবার বরিশাল বোর্ডে সবচেয়ে বেশি ৯৭ দশমিক ০৫ শতাংশ এবং সিলেট বোর্ডে সবচেয়ে কম ৭৯ দশমিক ৮৩২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

অন্যদিকে মাদ্রাসা বোর্ডের অধীনে জেডিসিতে এবার ৮৯ দশমিক ০৪ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

ঢাকা বোর্ড থেকে এবার সবচেয়ে বেশি ২২ হাজার ৩৩৪ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে জেএসসিতে। আর মাদ্রাসা বোর্ডে পূর্ণাঙ্গ জিপিএ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা এক হাজার ৯৮৭ জন।

Post a Comment

Previous Post Next Post