কুলাউড়ায় নৌকাকে বিজয়ী করাতে সরব এমপি আব্দুল মতিন


কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজার-২ আসনে মহাজোট মনোনীত নৌকা মার্কার প্রার্থী এম এম শাহীনকে বিজয়ী করাতে সরব এমপি আব্দুল মতিন। নিজের মনোনয়ন প্রত্যাহার করে ৯ ডিসেম্বর থেকে কুলাউড়ার বিভিন্ন এলাকায় মহাজোটের প্রার্থীর পক্ষে জনসংযোগ করেন তিনি। বিভিন্ন স্থানে গনসংযোগকালে ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ কুলাউড়া আসনে মহাজোটের মনোনিত নৌকা মার্কার প্রার্থী সাবেক এমপি এম এম শাহীনকে ভোট দিয়ে জয়যুক্তের জন্য আহবান জানান মৌলভীবাজার ২ আসনের বর্তমান সংসদ সদস্য, কুলাউড়া উপজেলা আওমীলীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন। এই আসনে মহাজোট মনোনীত প্রার্থী এম এম শাহীনকে সমর্থন জানিয়ে নির্ঘুম প্রচার প্রচারনা চালান।

উল্লেখ্য, উপজেলা আওয়ামীলীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন এমপি গত ৯ ডিসেম্বর রোববার দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার তোফায়েল ইসলাম এর কাছে নিজের মনোনয়ন প্রত্যাহার পত্র জমা দেন। মনোনয়ন প্রত্যাহারের পর কুলাউড়ার কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে সংবাদ সম্মেলন করে মহাজোট মনোনীত  নৌকার প্রার্থী এম এম শাহীনের পক্ষে নির্বাচনী মাঠে সবর হন।

মৌলভীবাজার ২ আসনের বর্তমান সংসদ সদস্য, কুলাউড়া উপজেলা আওমীলীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন বলেন, সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে উন্নয়নের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও নৌকার বিজয় নিশ্চিত করতে আমি নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। জননেত্রী শেখ হাসিনা ও দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমি মহাজোটের প্রার্থী এম এম শাহিনকে সমর্থন করেছি। এ আসনে নৌকাকে বিজয়ের মাধ্যমে উন্নয়নের রূপকার প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।

Post a Comment

Previous Post Next Post