মৌলভীবাজারে জালালাবাদ এসোসিয়শনের মতবিনিময় সভা অনুষ্টিত


কমলগঞ্জ  প্রতিনিধিঃ ‘গড়ে তুলি সমৃদ্ধ জালালাবাদ’ এ শ্লোগানকে ধারণ করে ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত জালালাবাদ এসোসিয়েশন এর নির্বাচন আগামী ২৭ অক্টোবর। উক্ত নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী পরিষদ ৫ অক্টোবর সিলেট থেকে নির্বাচনী ক্যাম্পেইন শুরু করেছে।
শনিবার (৫ অক্টোবর) তারই ধারাবাহিকতায় বিকাল ৫টায় মৌলভীবাজার পৌরসভার কনফারেন্স হল রুমে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: ফজলুর রহমান। জালালাবাদ নির্বাচনে ড. এ কে মুবিন-আব্দুর রউফ-ইমাম মেহেদি প্যানেলের প্রার্থীদের পরিচিতি তুলে ধরেন সভাপতি প্রার্থী ও অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের ছোট ভাই এবং বাংলাদেশ সরকারের সাবেক সচিব ড. এ কে আব্দুল মুবিন।
এসময় সভায় বক্তব্য রাখেন- মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রাধাপদ দেব সজল,জেলার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সাবেক প্রেসিডেন্ট ও এম বি ক্লথ স্টোরের মালিক ডাঃমোঃআব্দুল আহাদ, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি রোটারিয়ান বকশি ইকবাল আহমেদ, ড. মুবিন প্যানেলের জনাব আব্দুর রউফ, আব্দুল মজিদ চৌধুরী, ফাহিমা খানম চৌধুরী মণি, জালালাবাদ এসোসিয়েশনের আজীবন সদস্য তাহমিনা আহাদ রোজী, সদস্য রোটারিয়ান এস এ চৌধুরী জয় প্রমুখ সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ।
বক্তারা মৌলভীবাজারে মেডিকেল কলেজ স্থাপন, শমশেরনগরকে উপজেলায় উন্নীতকরনের দাবিসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্হিত ছিলেন শমশেরনগর ইউপি সদস্য রুহেল আহমেদ চৌধুরী, সাংবাদিক আলাল আহমেদ রিপন, সাংবাদিক মেরাজ রাজনৈতিক সামাজিক সাংবাদিকসহ সর্ব মহলের আরো নেতৃবৃন্দ।

Post a Comment

Previous Post Next Post