বিষ মেশানো চিঠি পাঠিয়ে ট্রাম্পকে হত্যার ছক


অনলাইন ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মারাত্মক বিষমিশ্রিত চিঠি পাঠিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে এক সাবেক নৌবাহিনী সদস্যের ওপর।

মার্কিন নৌ সেনার এ সাবেক কর্মীর নাম উইলিয়াম ক্লাইড অ্যালেন থ্রি।

মার্কিন সংবাদমাধ্যম শিকাগো ট্রিবিউনে প্রকাশ, শুধু ডোনাল্ড ট্রাম্পকেই নয়, অ্যালেন এ বিষ মাখানো চিঠি মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জিম ম্যাটিস, এফবিআইপ্রধান ক্রিস্টোফার রে এবং নৌবাহিনীর প্রধান অ্যাডাম জন রিচার্ডসনকেও পাঠিয়েছেন।

একসঙ্গে দেশের তিন শীর্ষস্থানীয় হত্যার ছক এঁকেছিলেন এ সাবেক নৌবাহিনী কর্মী।

শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, ডেভিস কান্ট্রি জেলে পুলিশি জেরায় দোষ কবুল করেছেন অ্যালেন।

এফবিআইয়ের এক বার্তায় জানা গেছে, রাইসিন নামক মারাত্মক বিষ মিশিয়ে তিনজনকে চিঠি পাঠিয়েছিলেন ৩৯ বছর বয়স্ক অ্যালেন। তবে হোয়াইট হাউস পর্যন্ত পৌঁছানোর আগেই সেই চিঠি বাজেয়াপ্ত করা হয়।

গত বুধবার সল্ট লেক সিটির লোগানে নিজ বাড়ি থেকে অ্যালেনকে গ্রেফতার করে পুলিশ।

শিকাগো ট্রিবিউনে প্রকাশ, ১৯৯৮ থেকে ২০০২ পর্যন্ত মার্কিন নৌবাহিনীতে কাজ করেছেন অ্যালেন। ২০০৫ সালে তার বিরুদ্ধে শিশু যৌন নির্যাতন চালানোর অভিযোগ ওঠে। ২০০৮-এ বেআইনি অস্ত্র রাখার জন্য গ্রেফতার হন তিনি। ২০১১ সালে জেল থেকে ছাড়া পান অ্যালেন।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে ইমেইলে হুমকি দেয়ার অভিযোগও রয়েছে উইলিয়াম ক্লাইড অ্যালেনের ওপর।

Post a Comment

Previous Post Next Post