আশরাফুল ইসলাম জুয়েলঃ বর্তমান সরকার বিদ্যুৎ বান্ধব সরকার, ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেয়ার অঙ্গিকার বাস্তবায়নে কুলাউড়া উপজেলার রাউৎগাও ইউনিয়নের দক্ষিন পালগ্রামে ৩৫ পরিবারের মধ্যে বিদ্যুতায়নের উদ্ভোধন করা হয়। গত ৭ আগষ্ট মংগলবার দুপুরে ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো চিনু মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো আলাউদ্দিন আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মতিন, বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন কমলগন্জ পল্লি বিদ্যুৎতের এজিএম মীর গোলাম ফারুক, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক আব্দুল মুক্তাদির তোফায়েল, সাপ্তাহিক কুলাউড়া সংলাপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ সিপারউদ্দিন আহমদ, রাউৎগাও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী ইসহাক আলী, সাধারন সম্পাদক আকবর আলী সোহাগ, সহ সভাপতি আবুল খায়ের চৌধুরী, উপজেলা যুবলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি সালেহ আহমদ সলু প্রমুখ।
