চেনা শহর অচেনা রূপে


স্টাফ রিপোর্টারঃ মনে হচ্ছে ঈদের ছুটিতে একদম বদলে যায় কুলাউড়া এটি। ভিন্ন এক চেহারায় হাজির । চেনা নগরীকে কেমন যেন অচেনা লাগে। নতুন প্রেমিকার মতো রহস্যময় মনে হয়। গলি ফাঁকা। রাজপথ ফাঁকা। ফুটপাত খালি। মোড় ফাঁকা। সিগন্যাল ফাঁকা। রিকশার জট নেই। গাড়ি-বাসের দীর্ঘ সারি নেই। যান একেবারেই কমে গেছে। যানজট উবে গেছে। হর্ন কানে বাজছে কম। টুংটাং শব্দ খুব একটা বিরক্ত করছে না। শব্দদূষণ কমে গেছে। কোলাহল অনেকটাই থেমে গেছে। হঠাৎ করেই থমকে গেছে ব্যস্ত নগরীর গতি। নেমে এসেছে শান্ত নিরিবিলি পরিবেশ। কড়া হরতালেও সহজে এমনটা চোখে পড়ে না। এই ধীর-স্থিত ভাব নগরটির চেহারায় একটা আপাত গাম্ভীর্য এনেছে। আর তাতে করে অন্যসময়ের চেয়ে প্রিয় এই নগরী খানিকটা সমীহ আদায় করে নিচ্ছে বৈকি। কিন্তু না এর পিছনে ঈদের ছুটি নেই,কোনো হরতালের ও হাত নেই। 

 গাড়ি শূন্য কুলাউড়া শহর,দুর্ভোগে যাত্রীরা চেনা শহরকে অচেনা রূপে দেখেছেন কুলাউড়াবাসী। গত দু’দিন থে কে শহর হয়েছে অস্বাভাবিক কিন্তু স্বস্তিকর নীরব। প্রতিদিনের ব্যস্ত শহর টা যেনো গাড়ি শূন্য হয়ে পড়েছে। যাদের কাগজ-পত্র ও লাইসেন্স সঠিক আছে কেবল তারাই ফাঁকা রাস্তার সুযোগে গতির পরীক্ষায় নামার দৃশ্যও চোখে পড়ছে। গত (০৫ আগস্ট) থেকে শুরু হয়েছে ট্রাফিক সপ্তাহ ২০১৮। চলবে ১১ আগস্ট পর্যন্ত। ট্রাফিক সপ্তাহের প্রথম দিন থেকে শহরের বিভিন্ন স্থানে চলছে গাড়ির কাগজ ও চালকের লাইসেন্স চেকিং। বাদ পড়ছেন না কেউই। 

জানা যায়, ট্রাফিক সপ্তাহে উপলক্ষে শহরের বিভিন্ন মোড়ে মোড়ে ফিটনেস, রেজিস্ট্রেশন ও লাইসেন্সবিহীন গাড়ি চেক করাসহ সচেতনতা তৈরি, মোটরসাইকেলে হেলমেটের ব্যবহার ও একসাথে তিনজন উঠছে কিনা তা দেখছে পুলিশ।যার কারনেই শহর একেবারেই গাড়ি শুন্য। তবে হঠাৎ করে গাড়ি শুন্য হওয়ায় বিপাকে পড়ে দূর্ভোগ পোহাচ্ছেন সাধারণ যাত্রীরা। ঘন্টার পর ঘন্টা রাস্তায় অপেক্ষা করেও মিলছে না যানবাহন এতে সাধারন যাত্রী থেকে শুরু করে দুর্ভোগ পোহাচ্ছেন স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থীরা, কিন্তু বিকেলের দিকে যখন ট্রাফিক সাপ্তাহের ৩য় দিনের চেকিং সমাপ্ত হয় তখন থেকে শহরে কিছুটা যানবাহন লক্ষ করা যায়। কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ - ট্রাফিক সপ্তাহের মাধ্যমে সবাইকে রাস্তায় চলাচলে সচেতন হওয়ার আহবান জানিয়ে বলেন, রাস্তায় চালক, যাত্রী, পথচারী সবাইকেই আইন মেনে চলতে হবে। তবেই সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব হবে।এছাড়াও তিনি যানবাহনের চালক ও মালিকদের প্রয়োজনীয় বৈধ কাগজপত্র নিয়ে রাস্তায় চলাচলের জন্য আহবান জানান।

Post a Comment

Previous Post Next Post