গাজীপুরে দুর্ঘটনায় নারী শ্রমিক নিহত, বাসে আগুন

গাজীপুরে দুর্ঘটনায় নারী শ্রমিক নিহত, বাসে আগুন


অনলাইন ডেস্কঃ গাজীপুরের চান্দনায় যাত্রীবাহী বাসের চাপায় মনোয়ারা আক্তার (১৮) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। শনিবার রাত সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনোয়ারা আক্তার শেরপুরের শ্রীবরদী থানা এলাকার মতিউর রহমানের মেয়ে। এ ঘটনায় উত্তেজিত জনতা ওই বাসে অগ্নিসংযোগ করেছে।

জানা গেছে, চান্দনা চৌরাস্তা এলাকায় বাসা ভাড়া থেকে স্থানীয় ক্যাপিটাল ফ্যাশন লিমিটেড নামে একটি পোশাক কারখানায় চাকরি করতো মনোয়ারা আক্তার। রাত আটটায় কারখানা ছুটির পর বাসায় ফিরছিলেন তিনি। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপায় দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ২০ মিনিট চেষ্টা করে বাসের আগুন নেভায়।

Post a Comment

Previous Post Next Post