‘বিদেশি লিগে খেলতে পারবে না মোস্তাফিজ’

‘বিদেশি লিগে খেলতে পারবে না মোস্তাফিজ’


অনলাইন ডেস্কঃ বিদেশি লিগে মোস্তাফিজুর রহমানের খেলার ওপর নিষেধাজ্ঞা এলো! আগামী ২ বছর আইপিএল-পিএসএলসহ বাইরের কোনো লিগে খেলতে পারবেন না তিনি!
গতকাল শুক্রবার কিশোরগঞ্জে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপন বলেন, আমি তাকে বলে দিয়েছি আগামী দুই বছর কোনো বিদেশি লিগ নয়। বোর্ডের কর্মকর্তাদেরও এ বিষয়ে অবহিত করা হয়েছে, যেন এসময়ে ওকে দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে না দেয়া হয়।

মোস্তাফিজ গেল দুই বছরে খেলেছেন আইপিএল ও কাউন্টি লিগ টি-টোয়েন্টি ব্লাস্ট ও পিএসএলে। কাউন্টিতে খেলে গেল বছর চোটে পড়ে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তিনি।

এবার আইপিএলে খেলে আবার চোটে পড়েন কাটার মাস্টার । যার কারণে মিস করেন দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ এবং ওয়েস্ট ইন্ডিজে ২ টেস্ট।

এ নিয়ে ব্যাপক সমালোচনার রোষাণলে পড়তে হয় তাকে। বিষয়টি বাজে ঠেকেছে বিসিবির চোখেও। হয়তো সেই কারণেই শেষ পর্যন্ত নিষেধাজ্ঞার কবলে বোলিং বিস্ময়!

Post a Comment

Previous Post Next Post