জুভেন্টাসে অনুশীলনে ক্যাম্পে রোনালদো

জুভেন্টাসে অনুশীলনে ক্যাম্পে রোনালদো


অনলাইন ডেস্কঃ বিশ্বকাপে পরে ছুটি কাটিয়ে সোমবার জুভেন্টাসের অনুশীলনে যোগ দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্টাসে পাড়ি জমানোর পর এটিই ৩৩ বছর বয়সী পর্তুগিজ সুপারস্টারের প্রথম অনুশীলন ক্যাম্পে অংশগ্রহণ।তিনবারের টানা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা উপহার দিয়ে রিয়াল মাদ্রিদকে আগেই বিদায় জানিয়েছিলেন কোচ জিনেদিন জিদান। এরপর চলতি মাসের শুরুতে ১১২ মিলিয় ইউরোর বিনিময়ে রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালিয়ান লিগ চ্যাম্পিয়ন দলে যোগ দেন পর্তুগিজ সুপারস্টার। এর মাধ্যমে স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে রোনালদোর নয় বছরের সম্পর্কে ছিন্ন হয়।

রোনালদোর দলভূক্তি শুধুমাত্র জুভেন্টাসকেই সহযোগিতা করেনি বরং সার্বিক ভাবে সিরি-এ লিগের মানও অনেকাংশেই বাড়িয়েছে। অনেকেই মত দিয়েছেন সাম্প্রতীক সময়ে প্রিমিয়ার লিগ, লা লিগা কিংবা বুন্দেসলিগার কাছে পিছিয়ে পড়া সিরি-এ লিগ রোনালদোর কারণেই আবারো পুরনো ঐতিহ্য ফিরে পাবে।পর্তুগালের হয়ে রাশিয়া বিশ্বকাপের শেষ ১৬ থেকে বিদায় নেবার পরে কিছুদিন বিশ্রামে ছিলেন রোনালদো। সোমবার বিপুল সংখ্যক জুভ সমর্থক তুরিনে অনুশীলন  তাকে স্বাগত জানিয়েছেন। আগামী শনিবার ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে রোনালদোর সাবেক ক্লাব মাদ্রিদের মুখোমুখি হবে জুভেন্টাস।

এর আগে বৃহস্পতিবার এমএলএস অল-স্টারের দলের মোকাবেলা করবে। তবে এই ম্যাচগুলোতে রোনালদোর খেলা নিয়ে শঙ্কা রয়েছে। ধারণা করা হচ্ছে আগামী ১৮ আগস্ট শিয়েভোর বিপক্ষে সিরি-এ মৌসুম শুরু করার ম্যাচে জুভেন্টাসের হয়ে অভিষেক হবে রোনালদো।

রোনালদোর সঙ্গে সোমবার অনুশীলনে যোগ দেন গঞ্জালো হিগুয়েইন, রদ্রিগো বেনাটানকার, পাওলা দিবালা, ডগলাস কস্তা ও হুয়ান কুয়াদ্রাদো।

Post a Comment

Previous Post Next Post