তিন হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

তিন হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন


অনলাইন ডেস্কঃ রাজধানীর উপকণ্ঠ সাভারের বিভিন্ন বাসা বাড়িতে স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় অবৈধভাবে নেওয়া অন্তত তিন হাজার পরিবারে ব্যবহৃত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেড।আজ মঙ্গলবার সকাল থেকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর মধ্যপাড়া এলাকায় এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ কাজ পরিচালিত হয়। এতে সাভার তিতাস গ্যাসের প্রায় ৫০ সদস্যের একটি শ্রমিকদল অংশ নেয়।

এলাকাবাসী জানায়, সম্প্রতি কালিয়াকৈর মধ্যপাড়া ও এর আশপাশের বিভিন্ন এলাকার অনেক বাসাবাড়ির মালিক স্থানীয় একটি প্রভাবশালী চক্রকে ৩০ থেকে ৫০ হাজার টাকা প্রদান করে অবৈধভাবে গ্যাস সংযোগ নেয়। এসব অবৈধ গ্যাস সরবরাহ দেওয়ার কারণে বৈধ সংযোগ নেওয়া গ্রাহকরা প্রয়োজনীয় চাপের (প্রেসারের) গ্যাস পাচ্ছেন না। খবর পেয়ে আজ  মঙ্গলবার সকাল থেকে সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষ ওই সমস্ত এলাকার প্রায় তিন হাজার পরিবারের মধ্যে অবৈধভাবে নেওয়া গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে। তিতাস ওই এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করে ছয়টি মূল পয়েন্টে মাটির নীচে থাকা গ্যাসের পাইপ তুলে নিয়ে সিলগালা করে দেয়। এ সময় অবৈধ গ্যাস সংযোগ প্রদানে ব্যবহৃত নিম্নমানের কয়েক শ পাইপ উদ্ধার করা হয়।

অভিযানের সময় মূল সংযোগ বিচ্ছিন্ন করে ব্যবহার করা রাইজারগুলোও খুলে নেওয়া হয়। এ সময় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারকারীরা নীরবে দাঁড়িয়ে থাকলেও কোনো প্রতিবাদ করার সাহস পায়নি। গ্যাস পাইপগুলো অত্যন্ত নিম্নমানের হওয়ায় যেকোন সময় গ্যাসের পাইপ ফেটে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল বলে উল্লেখ করে তিতাস কর্তৃপক্ষ।

এ বিষয়ে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী মোহাম্মদ সিদ্দিকুর রহমান জানান, বৈধ গ্রাহকদের নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিতকরণ ও অবৈধ সংযোগের সংখ্যা কমাতে তাদের এই অভিযান অব্যাহত থাকবে। সাভার-আশুলিয়ার সব অবৈধ গ্যাস লাইন পর্যায়ক্রমে বিচ্ছিন্ন করা হবে। এ ছাড়া অবৈধ গ্যাস সংযোগ প্রদানকারীদের বিরুদ্ধে রাতে সাভার মডেল থানায় মামলাও দায়ের করা হবে। পাশাপাশি অবৈধ গ্যাস সংযোগ নিয়ে চুলা ব্যবহারকারী বাড়ির মালিকদের মাঝেমধ্যেই আর্থিক জরিমানাও করা হচ্ছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অভিযানের সময় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।

অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করার সময় উপস্থিত ছিলেন সাভার তিতাস গ্যাস অফিসের উপ-ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান, সহ-ব্যবস্থাপক আনিসুজ্জামান, আব্দুল মান্নান, ঠিকাদার মনির হোসেনসহ অন্য কর্মকর্তারা। 

Post a Comment

Previous Post Next Post