শাহজালালে বিপুল পরিমাণ আমদানি নিয়ন্ত্রিত ওষুধ জব্দ

শাহজালালে বিপুল পরিমাণ আমদানি নিয়ন্ত্রিত ওষুধ জব্দ


অনলাইন ডেস্কঃ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে শিরিন আক্তার নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দারা । এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ আমদানি নিয়ন্ত্রিত ওষুধ জব্দ করা হয়। 

এসব ওষুধ হৃদরোগ, ডায়াবেটিকস, ব্লাড ক্যান্সার ও নারীদের বন্ধ্যত্বজনিত সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয়। ওষুধ শিল্প প্রশাসনের অনুমতি ব্যতিরেকে এ সব ওষুধ আমদানি করা যায় না। 

শনিবার সকালে শিরিন আক্তার দুবাই থেকে ইকে-৫৮২ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা ব্যাগেজ বেল্টসহ গ্রিন চ্যানেলে বিশেষ নজরদারি রাখে । শিরিন আক্তার লাগেজ সংগ্রহ করে স্ক্যানিং না করিয়ে দ্রুত গ্রিন চ্যানেল অতিক্রম করে চলে যাওয়ার সময় তার গতিরোধ করা হয়। পরে কাস্টমস হলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তার লাগেজ খুলে বিদেশি ওষুধগুলো উদ্ধার করা হয়। জব্দকৃত ওষুধের আনুমানিক বাজারমূল্য ২০ লাখ টাকা।

Post a Comment

Previous Post Next Post