ফ্রান্স ৪, ক্রোয়েশিয়া ২


স্পোর্টস ডেস্কঃ রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে বিরতির পর আবারও জোড়া গোলের দেখা পেয়েছে ফ্রান্স। ম্যাচের ৫৯ মিনিটে পল পগবা স্কোরলাইন ৩-১ করার ৫ মিনিট পর ব্যবধান ৪-১ করেন এমবাপ্পে। অবশ্য এর তিন মিনিট পর ব্যবধান ৩-২ করেন ক্রোয়েশিয়ার মারিও মানজুকিক।

এর আগে, ক্রোয়েশিয়ার মারিও মানজুকিকের আত্মাঘাতী গোলে এগিয়ে যায় ফ্রান্স। ম্যাচের ১৮তম মিনিটে গ্রিজম্যানকে ফাউল করলে ফ্রি-কিক পায় ফ্রান্স। সেখান থেকে গ্রিজম্যানের নেওয়া কিক ক্রোট ফুটবলার মারিও মানজুকিকের মাথায় লেগে ঢুকে পড়ে ক্রোয়েশিয়ার জালে।

সমতায় ফিরতে অবশ্য বেশি সময় নেয়নি ক্রোয়েশিয়া। ফ্রান্সের এগিয়ে যাওয়ার ৯ মিনিট পরই সমতায় ফেরে লুকা মদরিচরা। ম্যাচের ২৮তম মিনিটে ফরাসি ডিফেন্ডার ফাউল করলে ফ্রি-কিক পায় ক্রোয়েশিয়া। সেই বল সরাসরি গোলে না নিয়ে ডান দিকে বাড়ান। সেখান থেকে জটলার মধ্যে বল পেয়ে বল জালে পাঠান ইভান পেরিচিক। কিন্তু এর ১০ মিনিট পর আবারও এগিয়ে যায় ফ্রান্স।  ম্যাচের ৩৮তম মিনিটে গ্রিজম্যানের পেনাল্টি থেকে পাওয়া গোলে ফের এগিয়ে যায় ১৯৯৮ সালের চ্যাম্পিয়নরা। 

Post a Comment

Previous Post Next Post