৮ বছর আগে ‘ডক্টর হাতি’কে বাঁচিয়েছিলেন সালমান খান

৮ বছর আগে ‘ডক্টর হাতি’কে বাঁচিয়েছিলেন সালমান খান


অনলাইন ডেস্কঃ ভারতীয় টিভি চ্যানেলের জনপ্রিয় একটি ধারাবাহিক ‘তারাক মেহতা কা উল্টা চশমা’। গত ১০ বছর ধরে নিয়মিত চলছে হাস্যরসে ভরপুর এ ধারাবাহিকটি। এ ধারাবাহিকটির একটি আকর্ষণীয় চরিত্র ‘ডক্টর হাতি’।
গত ৯ জুলাই দুপুরে টিভি ধারাবাহিকের এ চরিত্রটির অভিনেতা কবি কুমার আজাদ হৃদযন্ত্র বন্ধ হয়ে আকস্মিকভাবে মারা যান। তার মৃত্যুতে টেলিভিশনের কলাকুশলীদের মধ্য নেমে আসে শোকের ছায়া।
অনেক দিন ধরেই অসুস্থবোধ করছিলেন কবি কুমার আজাদ। এ অসুস্থতার মূল কারণ তার স্থুলকায় দেহ ও অতিরিক্ত ওজন। কিন্তু এ অসুস্থতা নিয়েই ধারাবাহিকে কাজ করে যাচ্ছিলেন তিনি।
এর আগেও এমন অসুস্থ হয়ে পড়েছিলেন ‘ডক্টর হাতি’ বলে পরিচিত এ অভিনেতা। তার মূল কারণও ছিল অতিরিক্ত ওজন। সে সময় তার পাশে দাঁড়িয়েছিলেন বলিউড ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান। গত ১৩ জুলাই ভারতীয় সংবাদমাধ্যম স্পটবয়ে এমন প্রতিবেদন প্রকাশ হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওই সময় অস্ত্রোপচারের মাধ্যমে অভিনেতা কবি কুমার আজাদের ওজন ২৪৫ কেজি থেকে কমিয়ে ১৪০ কেজিতে নিয়ে আসা হয়।
মুফি লকড়াওয়ালা নামে এক বেরিয়াট্রিক সার্জেন্ট এ ব্যয়বহুল অস্ত্রোপচারটি করেন। কুমার আজাদের এই বেরিয়াট্রিক অস্ত্রোপচার করানোর সামর্থ্য ছিল না। তার এ অস্ত্রোপচারের সব খরচ তখন ব্যয় করেছিলেন বলিউড ভাইজানখ্যাত সালমান খান। অস্ত্রোপাচারের পর সুস্থ অবস্থায় আবার ‘তারক মেহতা কা উল্টা চশমা’র শুটিং শুরু করেন কবি কুমার আজাদ।

কুমার আজাদের মৃত্যুতে শোকাহত ধারাবাহিকের প্রযোজক অসিত কুমার মোদী বলেন, ‘তার মতো মানুষ হয় না। তুখোড় অভিনেতা তো বটেই, শরীর খারাপ থাকা সত্ত্বেও যেভাবে কাজ করে চলেছিলেন তা অবিশ্বাস্য। আমরা তার প্রয়াণে মর্মাহত, কী বলব, বুঝতে পারছি না।’

Post a Comment

Previous Post Next Post