টেকনাফে ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক


অনলাইন ডেস্কঃ কক্সবাজারের টেকনাফ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে। শনিবার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক নারী হচ্ছেন- নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বি- ব্লকের। 

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজিত বড়ুয়া জানান, কয়েকদিন ধরে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের ইয়াবা কারবারী এই সিন্ডিকেটের সাথে কৌশলে যোগাযোগ শুরু করে পুলিশ। শনিবার বিকালে ১০ হাজার ইয়াবা ক্রয়ের ফাঁদ পেতে জাদিমুড়া এলাকায় সড়কের পাশ থেকে ওই নারীকে আটক করা হয়। এসময় উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। আটককৃতের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে।

Post a Comment

Previous Post Next Post