সৌদিতে রোবটচালিত স্মার্ট ফার্মেসি'র উদ্বোধন


অনলাইন ডেস্কঃ সৌদি আরবের কিং ফাহাদ হাসপাতালে বৃহস্পতিবার রোবটচালিত 'স্মার্ট ফার্মেসি'র উদ্বোধন করা হয়েছে। তাবুক অঞ্চলের গভর্নর প্রিন্স ফাহাদ বিন সুলমান তাবুক এলাকার ডিরেক্টর অব হেলথ অ্যাফেয়ার্স ঘুরমাল্লা বিন আব্দুল্লাহ আল ঘামদীকে সঙ্গে নিয়ে এ ফার্মেসি উদ্বোধন করেন। আরব নিউজ।

খবরে বলা হয়, নতুন এ স্মার্ট ফার্মেসিতে ওষুধ বিক্রি করার জন্য রোবট রয়েছে। ১ ঘণ্টা ২৪০টি প্রেসক্রিপশন পড়তে পারবে রোবট এবং নিয়োজিত রোবট ঘণ্টায় এক হাজার ৫০০ প্যাকেট ওষুধ সরবরাহ এবং ২০ হাজার প্যাকেট ওষুধ সাজানোর কাজ করতে পারবে। 

Post a Comment

Previous Post Next Post