বিশেষ প্রতিনিধিঃ প্রথম বারের মতো তৃনমূল পর্যায়ে খেলাধুলার সার্বিক প্রসার ও উন্নয়নের লক্ষ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী এর আওতায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মৌলভীবাজার সদর উপজেলার অনুর্ধ-১৬ বালিকাদের স্কুল পর্যায়ে কাবাডি প্রতিযোগিতার সমাপনি খেলা আলী আমজদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
সমাপনি খেলায় শাহ হেলাল উচ্চ বিদ্যালয় দল ২৭-২০ পয়েন্টের ব্যবধানে হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় দল পরাজিত করে চ্যাস্পিয়ন হয়। নক আউট প্রদ্ধতিতে অনুষ্ঠিত সদর উপজেলার অনুর্ধ-১৬ বালিকাদের স্কুল পর্যায়ে কাবাডি প্রতিযোগিতায় ৪টি স্কুল দল অংশ গ্রহন করে। দলগুলো হলো; শাহ হেলাল উচ্চ বিদ্যালয়, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়, ব্রাইট ফিউচার একাডেমি,আলী আমজদ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়। ২৫ জুলাই বুধবার দুপুরে প্রধান অতিথি হিসেবে কাবাডি ফাইনাল খেলা উপভোগ করেন ও বিজয়দের মধ্যে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল।
আলী আমজদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতির আহমদ এর সভাপতিত্বে কবি মুহিদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম, জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদ। কাবাডি প্রতিযোগিতা পরিচালনা করেন ক্রীড়াবিদ ফজলুল হক মনা ও জেলা ক্রীড়া অফিসের কমল অধিকারী,জেলা কাবডি কোচ দেলোয়ার হোসেন। মৌলভীবাজার সরকারী কলেজের প্রথম বর্ষের ইংরেজি বিভাগের ছাত্রী মুমতাহানা সরকার ও ব্যবসায় শিক্ষা বিভাগের তারিন আক্তার,স্কোরারের দায়িত্ব পালন করেন তালিজা বেগম, সহকারী স্কোরারের দায়িত্ব পালন করেন মিনহাজ আক্তার দীনা ও তাহেরা আক্তার পান্না।
