লাওসে আকস্মিক বন্যায় শতাধিক নিখোঁজ


অনলাইন ডেস্কঃ লাওসে বাঁধ ধ্বসে পানি প্রবেশ করে সৃষ্ট বন্যায় শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। তবে কি পরিমাণ লোক মারা গেছে সে সম্পর্কে এখনও কিছু জানাতে পারেনি দেশটির সরকার। 

দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সূত্রে বিবিসি জানায়, দক্ষিণ-পূর্ব লাওসে আত্তাপিও একটি নির্মানাধীন বাঁধ ধ্বসে অন্তত সাতটি গ্রাম প্লাবিত হয়। এছাড়া বন্যায় ছয় হাজারের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে। 

আত্তাপিও ভিয়েতনাম ও কম্বোডিয়া সীমান্তবর্তী একটি অঞ্চল। লাওসের এই অঞ্চলটি কৃষিতে খুবই উন্নত। সেখানে জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের জন্য কোরিয়ান একটি প্রতিষ্ঠান বাঁধ নির্মাণ করছে। সেই বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়।

Post a Comment

Previous Post Next Post