সমুদ্র সৈকতে নারীর বুকে গেঁথে গেল ছাতা!


অনলাইন ডেস্কঃ তীব্র বাতাসে সমুদ্র সৈকতের ছাতা উড়ে গিয়ে এক নারীর বুকে গেঁথে যাওয়ার ঘটনা ঘটেছে। রবিবার যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের সমুদ্রতীরবর্তী ওশান সিটিতে এ ঘটনা ঘটে। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

রবিবার বিকেল তিনটার দিকে সৈকতে একটি চেয়ারে বসে ছিলেন ৪৬ বছর বয়সী ওই নারী। সৈকতে যেসব বড় বড় ছাতা ভাড়ায় পাওয়া যায়, তেমনি একটি ছাতা হঠাৎ করেই তীব্র বাতাসে উড়ে এসে তার বুকের ওপর দিকে গেঁথে যায়।

উদ্ধারকর্মী ছাতার বাট কেটে ওই নারীকে উদ্ধার করেন। তাকে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয় একটি হাসপাতালে। গত সপ্তাহেই নিউ জার্সিতে আরেকটি বিচে এক ব্রিটিশ নারী পায়ে একই ভাবে একটি ছাতা গেঁথে যায়। বিবিসি

Post a Comment

Previous Post Next Post