রাজশাহীতে ট্রেনের ৪ বগি লাইনচ্যুত, আহত ১০


অনলাইন ডেস্কঃ রাজশাহীর আড়ানীতে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের চারটি বগি লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৯টার দিকে আড়ানী স্টেশন সংলগ্ন চকরপাড়া নামক রেলক্রসিংয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে একটি কমিউটার ট্রেন আড়ানীর দিকে আসছিল। বিপরীত দিকে চিলাহাটী থেকে রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস যাচ্ছিল।

এ সময় স্টেশন মাস্টার লাল পতাকা দিয়ে সংকেত দেয়ায় তিতুমীর এক্সপ্রেসের চালক সুকৌশলে কিছু দূরে ট্রেন থামিয়ে দিলে এর চারটি বগি লাইনচ্যুত হয়। হুড়াহুড়ি করে নামতে গিয়ে ট্রেনের ভেতরে থাকা ১০ জন যাত্রী আহত হন।

এ বিষয়ে তিতুমীর এক্সপ্রেসের চালক শাহ আলম জানান, বিপরীত দিক থেকে আসা ট্রেনের সংকেত আগে থেকে পায়নি। কিন্তু হঠাৎ করে লাল পতাকার সিগনাল দেয়া হলে স্টেশন পার হয়ে ট্রেন নিয়ন্ত্রণ করি। তবে অল্পের জন্য উভয়ে রক্ষা পেয়েছি।

Post a Comment

Previous Post Next Post