স্পোর্টস ডেস্কঃ মহেন্দ্র সিং ধোনি কে কেন সেরা বলা হয় তা আবার দেখল ক্রিকেট বিশ্ব। ১১তম আইপিএলে চতুর্থ বারের মত শিরোপা এনে দিলেন চেন্নাই সুপার কিংসকে। হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে এবারের আসরের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস।
আইপিএল শিরোপার নিষ্পত্তির লড়াই ছিলো আজ (২৭ মে)। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হয় সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দরাবাদ আর মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ধোনি।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় হায়দরাবাদ। দলীয় ১৩ রানে ফিরে যান গোস্বামী। ধাওয়ান আউট হওয়ার পর মাঠে আসেন সাকিব আল হাসান। মাঠে এসেই তাণ্ডব শুরু করেন এই টাইগার। তবে তা বেশিক্ষণ স্থায়ী হননি। ১৫ বলে ২৩ রান করে ব্রাভোর বলে রায়নার হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। শেষ দিকে পাঠানের দায়িত্বশীল ইনিংসের ওপর ভর করে ১৭৮ রান করে হায়দরাবাদ। জেতার জন্য চেন্নাইর টার্গেট দাড়ায় ১৭৯ রান।
হায়দরাবাদের দেওয়া এই টার্গেট প্রথম দিকে খুব কঠিন মনে হলেও এক সময় সহজ করে দেন চেন্নাইর শেন ওয়াটশন। তুলে নেন চলতি আইপিএলে দ্বিতীয় সেঞ্চুরী। ওয়াটশনের দানবীয় ইনিংসের ওপর ভর করে ৮ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় চেন্নাই সুপার কিংস।
হায়দরাবাদের পক্ষে বল হাতে ভুবেনশ্বর কুমার একটি উইকেট নেন। সুরেশ রায়না রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন।
ফাইনাল ম্যাচে একটি করে পরিবর্তন আনে দুই দল। সানরাইজার্স হায়দরাবাদ একাদশে আসেন সন্দ্বীপ শর্মা। তাকে জায়গা করে দিতে বাদ পড়েন খলিল আহমেদ। আর চেন্নাই একাদশে হরভজন সিংয়ের জায়গায় আসেন কার্ন শর্মা।
চেন্নাই একাদশ : শেন ওয়াটসন, ফাফ ডু প্লেসিস, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), ডোয়াইন ব্রাভো, রবীন্দ্র জাদেজা, দিপক চাহার, কার্ন শর্মা, শার্দুল ঠাকুর, লুঙ্গি এনগিদি।
সানরাইজার্স একাদশ : শেখর ধাওয়ান, শ্রীভতস গোস্বামী, কেন উইলিয়ামসন (অধিনায়ক), সাকিব আল হাসান, দিপক হুদা, ইউসুফ পাঠান, কার্লোস ব্রেথওয়েট, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কাউল, সন্দ্বীপ শর্মা।