স্পোর্টস ডেস্কঃ ক্রিকেট বিশ্বের সবচেয়ে আকর্ষনীয় ফ্রাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লীগ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) আজ শেষ খেলা চলছে। খেলার আমেজ ওপর থেকে শুরু করে এপারেও। আর এই আমেজ নিয়ে জমজমাট জুয়ার আসর চলছে সারাদেশে। যার প্রভাব থেকে রক্ষা পাইনি জেলার ব্যস্ততম বাণিজ্যিক এলাকা নারায়ণগঞ্জও।
টি-টোয়েন্টি ফরম্যাটের এই খেলাকে কেন্দ্র করে জমজমাট জুয়ার আসর বসে এ জেলার রূপগঞ্জে। আর বাজি ধরাকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের নগরপাড়া এলাকায় আইপিএল খেলাকে কেন্দ্র করে রুবেল (২৩) নামে এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (২৭ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় এই ঘটনা ঘটে। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।
নিহত রুবেল মুড়াপাড়া ইউনিয়নের নগরপাড়া এলাকার মৃত আজমত আলীর ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, নগরপাড়া এলাকার রুবেলের বড় ভাই মোমেনের সঙ্গে একই এলাকার সুরুজ, নয়ন ও কাজল আইপিএল খেলাকে কেন্দ্র করে বাজি ধরে। ওই বাজিতে সুরুজ, নয়ন ও কাজল হেরে যায়। মোমেন জিতে যায়। তারা মোমেনের কাছে বাজির টাকা ফেরত চায়। এতে মোমেন বাজির টাকা দিতে অস্বীকৃতি জানায়। এ বাজির টাকার ঘটনাকে কেন্দ্র করে মোমেনের নগরপাড়ার বাড়িতে গিয়ে সুরুজ, নয়ন ও কাজলসহ আরও বেশ কয়েকজন মিলে সন্ধ্যায় সাড়ে ৭টায় মোমেনকে মারধর করে। এ খবর পেয়ে রুবেল মোমেনকে বাঁচাতে ছুটে এলে তারা রুবেলকেও এলোপাতাড়িভাবে কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই রুবেল মারা যায়।
ওসি মনিরুজ্জামান জানান, রুবেলের খুনিদের গ্রেফতারে অভিযান চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।