কুলাউড়ায় সাহিত্য ম্যাগাজিন সূচনা’র মোড়ক উন্মোচন

 
স্টাফ রিপোর্টারঃ কুলাউড়ার তরুণ সংবাদকর্মী ও সংগঠক মাহফুজ শাকিল সম্পাদিত সাহিত্য ম্যাগাজিন সূচনা’র মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান ২৮ এপ্রিল শনিবার, কুলাউড়া ছামী-ইয়ামী চাইনিজ বাংলা রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

সূচনার সম্পাদক মাহফুজ শাকিল এর সভাপতিত্বে ও লিটলম্যাগ বিন্দু’র সম্পাদক সিরাজুল আলম জুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলার নির্বাহী অফিসার চৌধুরী মোঃ গোলাম রাব্বি।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লাইলাক কমিউনিকেশনের চেয়ারম্যান সেলিনা চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, লংলা আধুনিক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আতাউর রহমান, ইয়াকুব তাজুল মহিলা বিশ্ববিদ্যালয় ও কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ড. রজত কান্তি ভট্টাচার্য, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম মূসা, কুলাউড়া শিল্পকলা একাডেমীর সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক সিপার আহমদ, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এম মছব্বির আলী, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি আজিজুল ইসলাম, কবি ভানু পুরকায়স্থ, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, শেখ বোরহান উদ্দিন (রঃ) ইসলামী সোসাইটি মৌলভীবাজারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব।

এছাড়া উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল মুকিত চৌধুরী, দৈনিক দিনকাল প্রতিনিধি মোঃ মোক্তাদির হোসেন, দি ডেইলী স্টারের জেলা প্রতিনিধি মিন্টু দেশোয়ারা, বিশিষ্ট ব্যবসায়ী রুমান আহমদ,  কথা সাহিত্যিক শহীদুল ইসলাম তনয়, কামরাঙ্গা সম্পাদক কামরুল হাসান, দৈনিক মানবজমিন কুলাউড়া প্রতিনিধি মোঃ আলাউদ্দিন কবির, শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ মোঃ জহিরুল ইসলাম, বিএইচ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুস ছালাম, সাবেক ছাত্রনেতা ও বাহরাইন প্রবাসী মোস্তাফিজুর রহমান জুয়েল, প্রিয় কুলাউড়ার সম্পাদক এ কে এম জাবের, মৌলভীবাজারের এমবি মিডিয়ার চেয়ারম্যান জুবায়ের আলী আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমীন, সমাজসেবী মমতাজ হাসান, সিলেট জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী নওশিন হক মান্না, দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি সেলিম আহমদ, দৈনিক যায়যায় দিন কুলাউড়া প্রতিনিধি আব্দুল আহাদ, সিলেটের গ্রীণ বাংলার অভিনেতা মিজানুর রহমান শামীম, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার কম্পিউটার বিভাগের প্রধান বিকাশ মল্লিক, কুলাউড়া মুক্ত স্কাউট গ্র“পের সাধারণ সম্পাদক শামছুদ্দিন বাবু, কুলাউড়া শিশু একাডেমীর শিক্ষিকা সেবিন আক্তার, শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের শিক্ষক ওয়াকিফ খান, শুভ আহমদ, বিমল ঘোষ, স্যোসাল কেয়ার অব নেশনের সভাপতি মোহাইমিনুল ইসলাম মাহিন, এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের সেক্রেটারী এন্ড ডিএন এডিটর সুহেল আহমদ, ব্যবসায়ী সুমন আহমদ, সংগঠক শাহ আলম, খোকন আহমদ, মাছুম আহমদ, আশিকুল ইসলাম বাবু, মোয়াজ আহমদ, রুহিত আহমদ।

Post a Comment

Previous Post Next Post