বড় বড় দাঁত চোয়ালের দু'পাশে, প্রাণীটি ঘিরে চাঞ্চল্য


অনলাইন ডেস্কঃ ইংল্যান্ডের মার্সি নদীর তীরে পড়ে থাকা এক আশ্চর্য প্রাণীর দেহ ঘিরে তুমুল চর্চা শুরু হয়েছে প্রাণীবিজ্ঞানী মহলে। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘মিরর’-এ প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গেছে, লিভারপুলের মার্সি নদীর তীরে এক বিশালাকৃতি জলজন্তুর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।

প্রথমে এটিকে কোন শুশুক বা ডলফিনের দেহাবশেষ বলেই মনে করেছিলেন স্থানীয় বিশেষজ্ঞরা। কিন্তু ভালো করে লক্ষ করে দেখা যায়, প্রাণীটার সারা গায়ে কাঁটা ও দু’টি বড় বড় শ্বদন্ত বিদ্যমান। নদী তীরে এই মৃতদেহটিকে আবিষ্কার করেন, জনৈক উইন্ডো ক্লিনার সিন হল। প্রাথমিক ভাবে তার মনে হয়, এটি কোন প্রাগৈতিহাসিক জল-দানব।

এই প্রসঙ্গে ‘মিরর’-এর পক্ষে মেরিন বায়োলজিস্ট লিওনি রবিনসনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রাণীটির দেহ এতটাই পচা-গলা অবস্থায় পাওয়া গেছে যে, এটির প্রকৃত চরিত্র নির্ধারণ দুরূহ। তবে অন্য বিশেষজ্ঞদের মতে, ডলফিন প্রজাতিরই কোন বিরল প্রাণীর দেহাবশেষ এটি। এবেলা।

Post a Comment

Previous Post Next Post