স্টাফ রিপোর্টার: কুলাউড়ার পশ্চিম ব্রাহ্মণবাজার হাফিজিয়া মাদরাসা থেকে হাবিবুর রহমান রাব্বি (১৩) নামে এক ছাত্রের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গিয়েছে। ঘটনাটি ঘটেছে ২৩ এপ্রিল দুপুরে। রাব্বি প্রতিদিনের মত ব্রাহ্মণবাজার মনোহরপুর ভাড়াটিয়া বাসা থেকে মাদরাসায় হিফজুল ক্লাস করার জন্য যায়। নিখোঁজের দিন দুপুরে শিক্ষকদের কাছ থেকে বাসায় যাওয়ার কথা বলে বিদায় নিলেও সে আর বাসায় ফেরেনি। ক্লাসের সময় শেষ হওয়ার পর রাব্বি বাড়ি না ফেরায় অভিভাবকরা শিক্ষাপ্রতিষ্ঠানে আসলে শিক্ষকরা সে দুপুরেই চলে গেছে বলে অভিভাবকদের জানান। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান না পাওয়ায় রাব্বির পিতা মোঃ ইব্রাহীম মোল্লা কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়রী করেন। নং ১২৫৯।
উল্লেখ্য, সে রাজনগর উপজেলার কোনাগাও গ্রামের মোঃ ইব্রাহীম মোল্লার ছেলে। বর্তমানের তারা বেশকিছু দিন যাবত কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের মনোহরপুর গ্রামের আব্দুল জলিলের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছে।
উল্লেখ্য, সে রাজনগর উপজেলার কোনাগাও গ্রামের মোঃ ইব্রাহীম মোল্লার ছেলে। বর্তমানের তারা বেশকিছু দিন যাবত কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের মনোহরপুর গ্রামের আব্দুল জলিলের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছে।
